Wednesday, October 31, 2018

সজল আহমেদ এর কবিতা: তখনো

তখনো


তখনো পড়েনি আজান
মুয়াজ্জিন ফুকেনি মাইকে সুর
আলিফে টান মাঝির
যেতে হবে বহুদূর.......
তখনো কোরাণ পড়া শেষ হয়নি
থেমে গিয়েছিল সূরা ফালাকে
সমুদ্রে বিছানো জায়নামাজে
শাহাজালাল তখনো অাসেনি তটে
তখনো কেউ ভেলায় ভাসেনি
গুঁটিবসন্ত শরীরে
সিরাজ সাঈয়ের গান বাজেনি
লালন গান জমেনি ভীড়ে
তখনো ফররুখ লিখেনি গজল
আল-মাহমুদ সোনালী কাবীন
তখনো কবিতা ধর্ষন করেনি সজল
মসজিদে তখনো আসেনি মুমিন।
কিন্তু যখন সময় আসলো
মসজিদে হলো আজান
মাঝি পৌঁছলে গন্তব্যে
শেষ হলো পড়া কোরাণ
সমুদ্রে বিছানো জায়নামাজে
শাহজালাল এলো তটে
লালন ধরলো জাত এর গান
সিরাজ সাঈ হারালো ভীড়ে
ফররুখ ও করলো প্রস্তান
মাহমুদ এলো বটে
বুড়ো মাহমুদ এর কবিতা ধর্ষিত হলো
বিশাল কোবি সজল আহমেদ এর খাটে।

No comments:

Post a Comment