Wednesday, October 31, 2018

সজল আহমেদ এর কবিতা: চলো ঘুমিয়ে পড়ি

চলো ঘুমিয়ে পড়ি

মেহমুদা
আসো
আজ
আমরা
তাড়াতাড়ি
শুয়ে
গেলেই তাড়াতাড়ি
ভোর হয়ে যাবে।
পিথিবীকে আজ মানুষ শূণ্য করতে গিয়ে দেখি তোমার স্তন এখনই পূর্ণ দুগ্ধে!
মনেহলো ভবিতব্য শাবকটি আমাদের পাশেই কাঁদে,
কি এক আজব কান্না ওরা কাঁদতে জানে মেহমুদা যা চরম সীমারকেও হোসেন করে দেয়!
আমার আর উচিৎ হবে কি পাঁচ টাকার প্যানথারে জাতের অস্তিত্বকে অপচয় করা?
মেহমুদা
আসো
আজ
আমরা
তাড়াতাড়ি
শুয়ে
গেলেই তাড়াতাড়ি
ভোর হয়ে যাবে।
শত্রুর ভালো কথাও যুদ্ধ জয়ের একটি চেষ্টা মাত্র মেহমুদা তুমি জানো।
যারা আমাদের বলে, "১টি হলে ভালো হয় ২টির অধিক ৩টি নয়, বাল্য বিবাহ ভালো নয়!'' ওরাই একদিন বলেছিলো "২টি হলে ভালো হয়, ৩টির অধিক ৪টি নয়, বাল্য বিবাহ ভালো নয়!''
বাসটার্ডস!
মেহমুদা তুমি জানো? যারা এই ভজন ছড়িয়েছে ওদের প্রত্যেকে ছয়-ছয় ভাই! আর চাইল্ড পর্ণ তৈরী হয়েছিলো ওদের গোপন ঘরে হিডেন ক্যামেরায়!
মেহমুদা! আমরা এই প্রতারকদের কোন কথাই গায়ে মাখবো না।
মেহমুদা
আসো
আজ
আমরা
তাড়াতাড়ি
শুয়ে
গেলেই তাড়াতাড়ি
ভোর হয়ে যাবে।
আমাদের দ্বিতীয় বাচ্চাটির কথা ভাবা উচিৎ যিনি অনাগত.....
যার জন্য তোমার স্তনে এসেছে শাল দুধ। তাঁর ক্ষুধা পেলে মুখে ভরে দেবে উদগ্র দুধের বোটা। নিপল চুষতে-চুষতে বাচ্চাটি
মেহমুদা একদিন বড় হয়ে যাবে। ও আমেরিকা যাবে। ইউনিসেফের আওতায় ফিরে আসবে এই বাঙলায়। আমরা সেদিনই "১টি হলে ভালো হয় ২টির অধিক ৩টি নয়, বাল্য বিবাহ ভালো নয়!'' মেনে নেবো। অন্যথায় আমাদের বাচ্চার চাকরীটা থাকবে না!
মেহমুদা
চলো ঘুমিয়ে পরি......
আমরা ঘুমুলে
তাড়াতাড়ি
ভোর হয়ে যাবে।
না ঘুমুলে ভোর হতে
ঢের ঢের দেরী হয়ে যাবে!

No comments:

Post a Comment