Monday, November 19, 2018

কাঁদতে থাকা নোটবই-১


১. আমার যখন তোমাকে মনে পরে আমি ভুলে যাই নিজেকে; কাঁদতে থাকা পাখির কলরবে খুঁজে ফিরি তোমাকে। ২. খোদা করি মুনাজাত তুমি শোনো কী? আমার চাইনা একশ বছর হায়াত আমার হায়াত ওকে দিয়ে দাও ভালো থাকে যেন আমার আয়াত! ৩. তোমার কন্ঠস্বর আমার শ্বাসতন্ত্রের হাওয়া পাখি আমার সর্বোচ্চ উপহার ছিলো তোমাকে খুঁজে পাওয়া! ৪. তোমাকে মনে করতে থাকা সময়ে লিখি এই নোট বই আমি যদি মরে যাই প্রতিদিন না পারো সময়ে সময়ে পড়ে নিবে প্রতিটা অক্ষরে অক্ষরে আমার ঘ্রাণ মিশ্রিত আমাকে খুঁজে পাবে। ৫. শুরু করি দিন আল্লার পর তোমার নামে তোমার জন্য আমি/আমার জন্য তুমি খোদাই করা ছিলে চতুর্থাসমানে। ৬. তুমি জানো আমি পার নাস্তিক হে প্রিয় তোমার মাঝে আমি দেবী প্রতিমা খুঁজে ফিরি আমাকে তোমার পূজারী হিসেবে কবুল করে নিও!

No comments:

Post a Comment