১.
মহাকবি মিরাজুল ইসলাম এর কাব্যিক খিস্তি
.
হয়ত আমি অনেক বড় নই,
আমার এই ক্ষুদ্র জীবনে কি ই বা দেখেছি,
এখনো অনেক কিছু দেখার বাকি আছে,
এখনো অনেক কিছু শেখার বাকি আছে,
কিন্তু আমি ছোটো হলেও অভিজ্ঞতা কিন্তু অতো ও কম নয়,
আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলতে পারি,
আমি বোকাচোদা দেখি নাই,
সজল রে দেখছি,
হালার মত আবুল আমি আমার জন্মে দেহি নাই,
আবুলে নিজেরে অনেক বড় মহাকবি ভাবে,
হা হা হা,
আতেল নামক অশ্লীল কবিতা ছাড়া তো আর ওর মাথায় কিছু আহে না,
ওর কবিতার মধ্যে পাওয়া যায় ওর নিম্ন মানসিকতা,
আবার নিজেরে মহাকবি ভাবন চোদায়,
কিন্তু ওই সমস্ত কবি তো আমি সুদি না
- মিরাজুল ইসলাম
২.
সজল
সারা গায়ে সাঁইত্রিশ কেজি ওজন।
ভাবে যেন হয়ে গেলো বালছাল হরিদাস পাল;
মাথায় হাত দিয়া দেখে টাকে নাই বাল।
- নুরুল-আমিন
৩.
আমি তাকে চিনি বিগত দুবছর
ভাবে তিনি অনেক বড় কোন কো-বি
অথচ অশ্লীলতা ছাড়া পানসে সবই।
তবুও তাকে ভালোলাগে
কেন জানিনা ;
সমালোচকরা বলে আতেল তিনি
আমি ওসব মানিনা।
-শুভ্রত
৪.
প্রিয় বন্ধু আমার সজল
আছো তুমি বেশ চঞ্চল...
বন্ধু তুমি অনেক ভালো
তুমি থাকলে ফিরে পাই আলো;
পরিচয় আমাদের অল্প দিনের
মনে স্থান করেছে আপন জনের....
সখা ডাকলে করো রাগ ..!!
তখন তোমায় দেখি বাঘ....
আদর করে ডাকি দোস্ত....
কবে খাওয়াবে আমায় পোস্ত?
- শিপলু খান
৫.
২২শে জুন
মহান মানবের জন্মদিন।
তার কাছে রহিয়াছে পৃথিবীর ঋন
শুভ শুভ শুভদিন
আজকে মোদের শুভদিন,
আজকে আমাদের শুভদিন,
সজল আহমেদের জন্মদিন।
- শাহাদৎ এমএস হোসাইন
৬.
আমি ছাগল দেখেছি সজল দেখিনি
- রকিবুল হাসান শিহান
৭.
সজল আহমেদ। এ তেমন জনপ্রিয়তা পায়নি আতেল কবিসভায়। ফেসবুকে ওনাকে একবছর যাবৎ আমি ফলো করি। এবং ইদানিং ওনার বেশ আতেল পাঠক ও জন্মিয়েছে। আতেলদের মাঝে বেশ জনপ্রিয়তা পাচ্ছে ক্রমশ। প্রায় ১৫০-২০০ লোক ওনার কবিতা পড়ে ফেসবুকে। এমনকি ইন্টারনেট এর বাংলা পোর্টালে তাঁর আতেল মার্কা কবিতার ভাইরাসের মতো ছড়াছড়ি! ইস্টিশন ব্লগেও ওর একটি প্রোফাইল আমার দৃষ্টিতে পরেছে সাথে বেশ কিছু কবিতা।
একেও আমার ব্রাত্য রাইসুর ভাব শিষ্য মনেহয়। এর কবিতার ও প্রধান উপজীব্য অশ্লীল এবং হাস্যকর বাক্য। নিজে এখনো লেখা না শিখলেও ড. মুহম্মদ জাফর ইকবাল, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বড়ো মাপের লেখকদের সমালোচনা করেন। 'রবীন্দ্র সমালোচনা' লিখে সার্চ করলে রবীন্দ্রনাথ সম্পর্কে ওর বিদ্বেষপূর্ণ পোস্ট নজরে আসবে।
- নি.পুঅশ্লীলতা সাহিত্য নও। পরাপর খিস্তি সাঁজিয়ে রাখলেই পোয়েট্রি হয়ে যায়না। ওর দৌড় বড়জোড় ক্ষাণিকটা। পাঠকদের ছিঃ ছিঃ পেয়ে কবিতা লিখেই বা কি হবে? পুষ্পিতার সাথে ওর কোন শত্রুতা নেই। পুষ্পিতা কবিতা ভালোবাসে মনেপ্রাণে আর কবিদের শ্রদ্ধা করতে জানে। তবে তোমাকে কবি হতে হবে। অ-কবি বা আগাছা কবি হলে ঝুটের পাত্রে বাস করতে হবে।
- নি.পু৮.
ভুল কি আমি জানিনা
সজল মহাকবি মানিনা
প্রিয় এ পিথিবীর বুকে আমি কবি দেখেছি অনেক
জীবনান্দ বুকোওস্কি সবে যদি হয় মহাকবি
তবে সজল কেমনে দাবী করে নিজেকে আজ অবধি?
এ কেমন বিচার?
এ কেমন পিথিবীর নিয়ম?
চটি লিখে যদি কবিতা রচনা করা যেতো
তাহলে তাকে কি বলব মহাকবি হাফিজ বসতি তার আফগান।
- সজিদ রহমান
ছোটছোট মন্তব্যে যাহারা আমাকে আর আমার কবিতা আশির্বাদ করলেন
চটিরাজ সাম্প্রদায়িক সজল আহমেদ এর প্রতি ঘৃণা জানাই। ওকে বর্জন করা হোক। আগাছারা বনে সুন্দর।
- মাহবুব সাইদ
Saifur Rahman Kayes
রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমানের জন্য এদের বিচার হওয়া প্রয়োজন।তার প্রতি অবজ্ঞা দেখিয়ে নিজেরাই বাতিল মালে পরিণত হয়েছে।
রাধারাণী রাই
এদের কিভাবে কবি হিসেবে গণ্য করা হয় আমি বুঝতে পারছি না। এমন কবিতা তো প্রকাশ করাই উচিত নয়।
তবে দিদিভাই এটুকু বলতে পারবো এক হাতে ৫টা আঙ্গুল থাকলেও সবগুলো সমান হয় না একেকটা একেক সাইজের। বাংলাদেশের তথাকথিত কবি নামক ধর্ষক গুলোকে দিয়ে সম্পূর্ণ বাংলা আর বাঙ্গালিকে বিচার করবেন না।
Shamsuddin Hira
রসময়গুপ্ত চটি সাহিত্যিক আর উনারা হলেন চটিকবি।
Palit Sankar
এইসব কবিদের কবিতা শিশুমনে গভীর দাগ কাটবেই।ফলে অল্পদিনেই তারা ধরষণে আবেগ তাড়িত হবেই।তাই বাংলা একাডেমীর উচিত এগুলো নিষিদ্ধ করা। বাজার থেকে এসব চটি মারকা চটি কবিতার বই বিক্রী বিতরন মূদ্রন এক্কেবারেই বন্ধ করে দেওয়াই আমাদের কাম্য।
Farjana Ahmed
BANGLADESH a agular Vail nai... Ami Bangladeshi hoye o jantam na ader motho pagol sagol o amader deshe ase..thanks apnake for your sharing .
Nasreen Akhter
এরা আমার দেশের নাগরিক হতে পারে না। নর্দমার কীট বললেও সে কীটের প্রতি অবিচার হবে। আমি সিওর এই সবকটা সাইকোসেক্সসুয়াল ডিসঅর্ডারে ভুগছে।
এগুলোর আসল ট্রিটমেন্ট জরুরী আর তা হলো শুধু উপর্যুপরি জুতাপেটা।
বিদ্যুৎ বিশ্বাস
এগুলো কি কবিতা?
বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। দুখ পাচ্ছি এই লেখা দেখে।এসব লিখে কি করে এরা কবি হয়?এসব কবিদের অশ্রাব্য গালি গালাজ ময়, বিকৃত কাম তাড়িত লেখার উপর নিয়ন্ত্রণ করার জন্য কোন প্রতিষ্ঠান আছে কি? থাকলে তাদেরই বা কাজ কি?নাকি তারা ও আধুনিক কবিতার নামে এই চটি কবিতায় যৌন্সুখে মত্ত হয়ে অনুমোদন দেয়।
এসব কবিতা কি তাদের (কবি নয় ছাগলদের) বাবা মা ভাই বোনেরা পড়ে?তাদের কৈশোর উত্তীর্ণ ছেলে মেয়েরা পড়ে?
তাদের প্রিয় বাবা মা ভাই বোনেরা সন্তানেরা কি এইসব কবিতা পড়ে গরভবতি হয়?
Ami Nul
এইসব কবিতা? ছিঃ ছিঃ! এসব দেখার চেয়ে মৃত্যু শ্রেয়! রবীন্দ্রনাথ, নজরুল এমন 'সোনার বাংলা'র ছবি দেখেননি।
এইসব কবিদের মুখে একদলা থুতু ছিটাতে ইচ্ছে করছে!!
তৃষিত হিয়া
এসব বিকৃত ও অসুস্থ শিল্প আমাদের খাদ্য নয়। সুস্থ মস্তিষ্কজাত কোনো ব্যাক্তিরই নয়। যারা এগুলোর পূজা করে থাকে তারা নিঃসন্দেহে বিকৃত মানসিকতার অধিকারী।
মজিদ এ মোহাম্মদ
অবিকল মানুষের অবয়বে মানুষের মাঝেই লুকিয়ে থাকা মানুষের চেহারায় কিছু "অমানুষ" বৈ তো নয়!! আর কবি সেতো এক সাধনার বিষয়।
এদেরকে ঘৃনা জানাতে ও ঘৃনা হয়, মানুষের চেহারার এসব অমানুষ দের।
শুধু বলি
আবার তোরা মানুষ হ।
Aslam Ibn Layek
মারজুক রাসেলের ফেসবুক আই,ডি তে আমি একদিন ঢুকে ঘন্টাখানেক ছিলাম। পরে না-পাক অবস্থায় বের হয়ে এসে গোসল করা লেগেছিল। কিন্তু তিনি যখন গীতিকবিতা লেখেন তখন ভাষা স্বাভাবিক।
এই তিন ছাগল (রাইসু, সজল, জামিল) এগুলো কবিতা বলে, কবি ও কবিতার অসম্মান করেছে।
আপনিও এদের আধুনিক কবি (যদি সেটা ব্যাঙ্গাত্মক অর্থে ব্যবহার না করে থাকেন) বলে আপনাকে ছোট করেছেন।
Nilanjona Puspita
যারা বলছেন এদের ভাল কবিতা ও রয়েছে: হ্যাঁ ভাল কবিতা কবি সায়্যিদ জামিল এবং কবি সজল আহমেদ উভয়েরই রয়েছে। তবে এদের দু'জনারই ভাল কবিতার চেয়ে অশ্লীল কবিতার পরিমান বেশি। এদের আরো সচেতন হওয়া উচিৎ এবং কবিতায় অশ্লীল ''শব্দ'' প্রয়োগ করা উচিৎ নয়। ভবিষ্যতে এরা কবিতায় অশ্লীল শব্দ এবং খিস্তি পরিহার করবেন বলে আশা রাখছি।
বিঃদ্রঃ কবি ব্রাত্য রাইসু এর কবিতা আমার কখনো কবিতা মনে হয়নি। এতে না ছিল কোন ছন্দ না হয় কোন কবিতা। কবিতা মানে লাইন বাই লাইন খিস্তি সাঁজিয়ে রাখা নয়। কবিতা একজন কবি এর আবেগ।
জি.এম. সুমন সরকার
এদের নামের অাগেকবি বসানো ঠিক হইনি,
ছিঃ ভমি অাসছে..
অনেকে অাবার বলতে পারেন সাহিত্যে কোন অশ্লিলতা নাই,
তবে এমন লেখা বর্জন করাই শ্রেয়
No comments:
Post a Comment