Saturday, November 10, 2018

সজল আহমেদ এর ৩টি কবিতা


আর ফিরে এসো না
একই ভুল বারংবার, বারংবার করে যাও;
করে যাও
আবার আসো, আসো তো আবার আমারে বুঝায়ে দাও;
এই যে, পরেরবার যদি এই একই ভুলরে করো
তবে য্যান দুপুরের রোদে বজ্রাঘাতে তুমি মরো!
অতঃপর হ্যাঁ হ্যাঁ ঐ একই ভুল করতে থাকো তুমি
এইবার তোমারে আর মানবোনা আমি।
যদি এইবার কোন ভুলে পরে মানি
কসম তবে নিজের কল্লা চাবাই আমি!
আর
এসো
না ফিরে।
সব
পাখি
ফিরে না
নীড়ে।
কিছু-কিছু পাখি
বেলা শ্যাষে
অন্ধকারের
আকাশ কিন্বা রোডে
যায় হারিয়ে।
জানি ভুল করার পর, কইরা ভুল অথবা
তুমি হ, হ তুমি তুমিই ফিরা আসতে চাবা
না আসবা, আসবা না ফিরা আসবা না
আসলে এইবার তুমি শেষ লাত্থি খাবা!


আসো
বৃষ্টিতে ভিজতে ভালো লাগবে;
ভিজে যাবে পেটিকোট
স্লাইভায় ভিজে যাবে
খসখসে দুপাটি ঠোঁট।
কদমে কদমে দম
ছেড়া ফাড়া দোমড়ান মোচড়ান কনডম
পান করি চলো আবেহায়াত
কবির কলমে ভাসে বিষন্ন আয়াত!


নির্ভরতা
আমি দেখলাম আমার গুঁটিয়ে রাখা জামাটায় একটি ছারপোকা হাঁটছে। হাঁটছে না, দৌঁড়াচ্ছে। আমি মাইন্ড করিনি। ছারপোকাটি অনুপমের গান জানে, ও বলছে"আমাকে আমার মতো থাকতে দাও!''
আমি সন্ধিতে বিশ্বাসী। প্রায় ১ সপ্তাহ পর আমি জামাটার খোঁজ করলাম। জামাটা ঝাড়তেই বেড়িয়ে এলো এক কোটি ছারপোকার দল! ওরা আমায় কামড়ে দিলো! আমি ফিরে যেতে চাইলাম সেই এক সপ্তাহ আগে। এবং ছারপোকাটি কে টিপে মারতে।

No comments:

Post a Comment