Sunday, November 25, 2018

সজল আহমেদ এর কবিতা: অনুতাপ

অনুতাপ


একদিন একা প্রেমিকাকে
রেখে কোন এক পার্কে
রাগ করে চলে এলেন
মাঝপথে বৃষ্টি নামলে
আপনি ভিজে গেলেন।
আরেকটুপর আপনার জ্বর আসবে
আপনি খাটে শুয়ে কাতরাবেন
ভিষম জ্বরের চোটে
এর পরের দিন প্রেমিকা আপনাকে দেখতে আসবে
ওঁর শ্লেষ হাসি ঠোঁটে।
আসলে রাগ করাটা ভুল হয়েছিলো
এটুকু বুঝতে আপনার
প্রয়োজন হলো একটি প্রেমিকা
একটি পার্ক, এক পশলা বৃষ্টি আর ধুম দিয়ে ওঠা জ্বর।

No comments:

Post a Comment