Friday, February 15, 2019

কবিতা: গোল

গোল

- সজল আহমেদ

আপনি ভাবছেন পৃথিবীটা বস্তুত গোল
যেহেতু আপনি ঘুরছেন গোল হয়ে
আপনার মাথা গোল
আপনি বাজান বগল
আপনার মস্তিষ্কে গোলের দখল
ছাতা গোল
মাথা গোল
ঢোল গোল
বল গোল
আমরা পড়ি ভূগোল
গোল এবং গোল
আপনার বন্ধু হিসেবে আছে কিছু ছাগল
সর্বশেষ আপনি একটা পাগল।

সেই বিজ্ঞানী ভাবতেন, ঘুরে ফিরে আমরা আসি গোল হয়ে
এখানে শেষের যে পদচিহ্ন পরেছিলো মূলত গোলাকার একটি মাঠের শেষ সীমানায়
অতএব পৃথিবীতে যা কিছু দৃশ্যমান
পিরামিড হতে চায়ের দোকান
কমলা হতে আপেল
শাক হতে মাঠের ফসল
তামাক হতে জল
সকল
মূলত
গোল।
আমরা জানিনা
পৃথিবীর আকার মূলত গোল কিনা।
যেহেতু আমরা দেখিনি প্রত্যক্ষ ভাবে
কেমন এ পৃথিবী
সমান্তরাল নাকি উঁচুনিচু
ঢিপি
চ্যাপ্টা নাকি গোল
তবুও আমাদের মূলো গুজে মুখে, বিশ্বাস করানো হয়; পৃথিবী গোল।

No comments:

Post a Comment