Friday, February 15, 2019

একটি প্রেমের কবিতা

একটি প্রেমের কবিতা

- সজল আহমেদ

এক.
শারদুল তাকিয়ে শারমিনকে দেখতো
আর তা সবসময় সন্ধ্যায়।
ভালোবাসার মানুষকে অন্ধকার থেকে ভালোবাসা ভালো।
শারদুল যেতো শারমিনের বাসার সামনে;
শারমিন বসে জানলার পাশে কুপির আলোতে-
একটা ঝিঁঝিঁ ডাকতো
একটা কুকুর ডাকতো
একটা পাখি ডাকতো
একটা নিষ্প্রভ সন্ধ্যায়
শারমিন বই পড়তো
শারমিন চুল বিছালে
শারদুল তাকিয়ে দেখতো

দুই.
এরকম দেখতে দেখতে একসময় শারমিনের এক্সাম শেষ হয়
শারদুল সাহস করে ভালোবাসি জানিয়ে দেবে বলে
প্রত্যহ দাঁড়িয়ে থাকতো শারমিনের বাসার দরজায়।
শারমিন আসতো/ শারদুল চুপ
শারমিন যেতো /শারদুল চুপ
শারমিন বসতো/ শারদুল চুপ
শারমিন দাঁড়াতো /শারদুল চুপ
শারমিন তাকাতো/ শারদুল চুপ
শারমিন হাসতো /শারদুল চুপ
তাঁর লজ্জা খুব!
যেনো পেটে জমা অনেক কথা
বলতে গেলেই ফাঁসি হয়ে যেতে পারে এমন ভয়ে; শারদুল কখনো বলতে পারেনি!
শারদুল ভাবতো; শারমিন বুঝে যাবে।
শারদুল জানতোনা; মেয়েদের মনে
যদি হয় কামান দাগানো,
কখনো বাইরে প্রকাশ হয়না কাকে সে ভালোবাসে, কাকে সে পছন্দ করে।

তিন.
দিন যায় দিন আসে/ শারদুল চুপ
রাত যায় রাত আসে/ শারদুল চুপ থাকে
এমনকি দিনের পর রাত এবং রাতের পর দিন হয়
সন্ধ্যা হয়, সন্ধ্যা হতে সকাল
ফুল ফোটে পাখি ডাকে/ শারদুল চুপ থাকে।
দুজনেই মনেমনে খুব কলা খাচ্ছে
খাচ্ছে যেহেতু কলা; তাই দুজনারই পথ খোলা
অথচ দুজন দুজনাকে বলতে পারেনা।
একদিন হঠাৎ চেয়ারটা উল্টে যায়;
শারদুল উল্টো হয়ে বসে
শারমিন আসে
শারদুল কে জানায়; বিয়ে হচ্ছে আমার। ছেলে ব্রুনাই থাকে।
শারদুল শুনেও না শোনার ভান ধরে বলে; কে যাচ্ছে? কবে যাচ্ছে? কোথায় যাচ্ছে? কেন যাচ্ছে? বরগুনা কোথায়?
শারমিন বোবা হয়ে যায়। শিট শারদুল এমন বেওকুফ! সবকিছু না বুঝার ভান করে শারমিন ও বলে, হুম আসছে। আবার যাবে। আমাকে বিয়ে করে নিয়ে যাবে।
শারদুল হাসে
শারমিনের গাঁ জ্বলে
শারদুল হাসে
কিছু বলেনা
শারমিন কয়েকবার তাকায়
কিছু করার নেই। অভিমানে চলে যায় ।
শারমিন যায়
সাথে নিয়ে শারদুলের ফুটো কপাল!

চার.
ঠিক পাঁচবছর পর শারদুল-শারমিনের আবার দেখা হয়ে যায়
সেই একই রাস্তায়।
শারমিনের পড়নে শাদা শাড়ি
মুখ ম্লান।
শারদুল হাসে, কী খবর?
শারমিন কাঁদে, ব্রুনাইওয়ালার মৃত্যু হয়েছে!
শারদুল স্তব্ধ। স্তব্ধ আকাশ। পাখি থেমে যায় সব। জলে নেই কম্পন। বাতাসে মৃদু ঝঙ্কার। আকাশটা হাসে, সাথে সূর্যও হাসে। শারমিন তাকিয়ে থাকে।
শারদুল মুচকি হাসে। শারমিন চলে যায়। বেওকুফ একটা!

পাচ.
আবার সন্ধ্যে এসেছে।
শারমিন পুরোনো শাড়িতে
জানালার কাছে
কুপির আলোতে
অপেক্ষারত-
একটা ঝিঁঝিঁ ডাকে
একটা কুকুর ডাকে
একটা পাখি ডাকে
একটা নিষ্প্রভ সন্ধ্যায়
এক টুকরো কুপির অালোতে
শারমিন বসে বই পড়ে
শারমিন চুল বিছায়
শারদুল তাকিয়ে দেখে।

No comments:

Post a Comment