Wednesday, November 7, 2018

কুর্সড বা গালাগালি (পর্ব - ৯)


কুর্সড~ ১
একদিন তুমি মরে গেলে,
আমি হাসতে থাকবো
এক কাক ভোরে
চুপিসারে
চলে যাব দরগায়
পাতিল ভর্তি করে
শিন্নি দেবো।
আমার বিদ্রোহী আত্মা
দয়ামায়াহীন, পাখি।
আর তুমি ভেবোনা
এই; আমি তোমার
মৃত্যুর পর কাঁদবো!
তুমি মরে গেলে
আলহামদুলিল্লাহ্!
মৃত্যুই হোক তোমার।
ভেবোনা তোমার
মৃত্যু নিয়ে
কিঞ্চিৎ ভাববো!
আমি বেঈমান চিনি
বেঈমান আর
ভালো লাগে না!
মরে যাও-
পঁচে যাও
গলে যাও
সর্বোপরি মাটিতে
মিশে হিউমাস হও।
আমি তাকিয়েও দেখব না,
কসম! কসম!


রিভেঞ্জ~ ৩
একদিন আমার ও সময় আসবে
আমিও অনেকটা বড় হব!
তোমার কল্পনার অনেকটা বাইরে!
তোমার অহংকারের চে আমার
একটা কথার ওজন হবে সাতমন বেশি ভারী
তুমি সহ্য করতে পারবে না!
প্রিয়তমা তুমি আমার কথার ওজনে মাটিতে মিশে যাবে।
আমিও তোমার ফোন দেখে রিসিভারে ৩ বারে হাত নেবো না।
তোমার বার্তা খুলেও দেখবো না।
তোমাকে পাশে বসতে দেবো না
জড়িয়ে ধরে ভালোবাসতে দেবো না!
তুমি কাঁদবে আর আমি তাকিয়ে দেখবো
আমার দামী টিস্যুতে তোমারে হাত ছোঁয়াতে দেবো না।
ছোট থাকে গাছ দেখোইতো
ডালপালা গজায়, মস্তবড় শীর সুউচ্চে তুলে
মেঘরে চ্যালেঞ্জ করে বসে
উপরের মেঘ ঈর্ষান্বিত হয়,
যুদ্ধের দামামা বাজায়
বজ্রপাত নিক্ষেপিত হয় মেঘের
পাচিল থেকে গাছের মস্তকে!
বজ্রের আঘাতে গাছ মরে যায়
শিকড়ে গজায় তাঁর সুউচ্চে মাথা
তোলার স্বপ্ন।
শিকড় থেকে গাছের ভবিষ্যৎ সুউচ্চে মাথা তোলে,
পূণরায় চ্যালেঞ্জ করে মেঘ মালারে।
একদিন আমার ও সময় আসবে
আমিও বড় হব!
তোমার বাড়ির ছোট রাস্তায়
আমারে দেখবা স্বর্নে মোড়া গাড়ি
নিয়ে প্যাঁপোঁ হর্ণ বাজাচ্ছি
কানে তালা লেগে যাবে তোমার পরিবারের।
আর তোমার বাবার কালো কুচকুচে দুটো হাত
আমি স্বর্ন দিয়ে মুড়িয়ে দেবো
একটা বান্ডিলের সব টাকা তোমার বাবার মুখে
ছুড়ে দিয়ে বলবো
“নে ফকিরনির বাচ্চা এইবার
এইসব দিয়া মুড়ি ভেজে খা যাহ!”

No comments:

Post a Comment