Wednesday, November 7, 2018

কুর্সড বা গালাগালি (পর্ব - ৮)


ইতর
আমি এক বালছাল উড়ে বেড়াই বৃন্দাবন
ছিড়ি সাধুর বৌয়ের ব্লাউজ,
টানি বিশ্ব সুন্দরীর পেটিকোটের সুতা।
আমি সেই ইতর, যার মস্তিষ্ক সর্বদা যৌনতা নিয়ে ভাবে!
চোদে নারীবাদীর অধিকার
যৌনী ভেদ করে ঢুকিয়ে দেয় সংযম ব্রত!

মেমবার্ড
ভান করে আছো মেমবার্ড?
এখনো তো হওয়ার ছিলো ভান করা আলাপ।
ভালোবাসার চাইতে নাকি যৌনতা বড় হলো আজ!
আমি চাইনি কখনো এমন বিষন্নতা ভর করুক আমাদের।
হৃদয়কে জাপটে ধরে যদি বলো কথা, আর কথামালা ইন্দ্রীয়ভাবে শুনে যদি যায় হিমালয়
হিমালয়ের তবে ভাগ্য ভালো।


আমাকে দ্যাখো
আমাকে তাকিয়ে দ্যাখো
ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকাও
এতদিনে যে অপূর্ণতা ভর করেছিলো আমাকে
তোমার চোখের দিকে তাকিয়ে তা পূর্ণতা পাক।
কাঁচ ভাঙ্গা শিশেরের স্পর্শে যদি ভোর হয়ে যায়
তবে ঠোঁটে ছুঁইয়ে যাবো বিন্দু শিশির, কাক ভোরে।
তাকাতে বলো তোমার চোখরে।
আমাকে যদি ভাবো অনাহূত কেউ, তবে দুঃখটা সেখানেই।
শিশির আর ভেজাবেনা জানালার কাঁচ
কিংবা মাথা তোলা ঘাস, কাক ডেকে আর ভোর হবে না।
অন্ধকার তাবৎ পৃথিবীতে, হাত ধরে চলার মতো
তুমি কাউকে আর খুঁজে পাবে না।
গ্যালাক্সির ফাঁদে পরে যদি যাও
কেউ হাত ধরে তুলবে না।
আমাকে অনাহূত খাতরা ভেবো না,
তাকাতে বলো তোমার তীক্ষ্ণ দৃষ্টিরে।

No comments:

Post a Comment