Showing posts with label ট্রিভিয়াল রিদমড. Show all posts
Showing posts with label ট্রিভিয়াল রিদমড. Show all posts

অবাক পাখি


অবাক পাখি
আমি এক রাতে ডাকা অবাক পাখি
মাঝেমাঝে ডানা, ঠোঁট খুলে পকেটে রাখি
মাঝেমাঝে জোরে ডাকি, জোরে জোরে কাঁদি
আমার কান্নার কারণ কেউ খুঁজলো না আজ অবধি!

আমার বাপ


আমার বাপ
আমার বাপ আমারে কইলো "তোরে জন্ম দেওয়াই হইছিলো আমার সবচে বড় ভুল"
জন্ম দিয়া ঠেইকা গিয়া ছিড়ছি মাথার চুল।
আমি কইলাম "মাশাল্লাহ্, মারহাবা মারহাবা
এইসব কমন ডায়লগ মারে প্রত্যেকটা বাবা।"

স্লেইভ অব শয়তান


স্লেইভ অব শয়তান
মিলে গেলে শুকতারা
শয়তান দিশেহারা
ছুটে চলে জোড়ে জোড়ে
তাঁর বান্দারা এ শহরে
রাজত্ব করে
ইল্যুমিনাতির একটা চোখ
প্রচণ্ড এ শীতে কাঁপে
আর গায় বিভিন্ন সনগীত;
এক টুকরা কম্বলে দমেনা শীত
শালা গরীবের দল
আরামে থাকতে হলে
চল শয়তানের দলে চল।

ইল্যুমিনাতি


ইল্যুমিনাতি
আমি সেই জলেতে বসত করি যেই জলে নেই মাছ
আমি সেই ফল খাইতে ভালোবাসি যেই ফল এর নাই গাছ
আমি হাঁটি হাঁটি পা পা কইরা গাড়িহীন এই রোডে
হাঁটতেছিলাম উল্টা পায়ে শয়তানের নাম ঠোঁটে।

ঈশ্বর ও আমার পিতা


ঈশ্বর ও আমার পিতা
আমি ঈশ্বরের কাছে কখনো কিছু চাইওনি, ও আমার পিতার মতো আমাকে কখনো কিছু দেয়ওনি। আমার পিতা আর ঈশ্বরের মধ্যে পার্থক্য হলো, আমার পিতা আমাকে জন্ম দিয়ে ক্ষান্ত হয়েছেন আর ঈশ্বর সৃষ্টি করে ক্ষান্ত হননি পরকালে শাস্তি ও দিবেন!
ট্রিভিয়াল রিদমড | সজল আহমেদ