আমাকে দিতে পারো
আমি চাইনা বেহেশত কোনচাইনা সুরাহ্ কোন পাত্রভরা
আমি চাইনা কিছু কখনো
চাইনা আকাশ ভরা তারা।
আমাকে দিতে পারো তুমি-
বেহেশত আদলে তাঁর চুলের ঘ্রাণ
মায়ের হাতে ধোঁয়াওঠা পিঠাপুলি
চাঁদ ওঠা রাতে গাওয়া পুরোনো গান।
এখনো যা কানে বাজে, হরদম প্রাণে বাজে
এখনো যা চোখে ভাসে, বারেবারে ঘুমে আসে
তারাভরা আকাশের সাঁজে, চাঁদের গোধূলি মেখে
কুয়াশার ভাজে গোঁজা আমার সে গ্রাম।
সেসব কল্পনা যা আজ হারিয়ে গেছে
যেসব স্মৃতিরা ডুবে কিবা গেছে উবে
সেসব পাখিদের যারা আর ফিরেনি
একাকী ছানারা যার মরেছে নীড়ে,
আমাকে দিতে পারো সেসব ফিরিয়ে।
আমার ছেলেবেলার মায়ের তপ্ত শাসন
মরিচের কড়াঝালে নুনপোড়া আমের বাসন।
আরো দিতে পারো সোনালী সে ধান
মক্তবে খুব ভোরে সুরালো কোরাণ।
আউশের ফেন সাথে হলুদ মিশিয়ে
আঁচারের তেলে একবাটি মুড়ি মাখিয়ে।
#সজল আহমেদ
0 comments:
Post a Comment