শুভ জন্মদিন

 

শুভ জন্মদিন! 

আজকে আমরা কি হলো যে পাখি

চোখ বুজলেই তোমার দু ঠোঁট দেখি !

হৃদয় কেঁপে বাজছে সুখের বীন—

আজকে আকাশ বলছে কেঁপে তোমার জন্মদিন !


যেন রংধনুতে মেলে দিয়েছো পাখা

উগ্রভাবে বইছে পূবের হাওয়া —

আমি শোকর করি খোদার কাছে আজ

লাভ হয়েছে তোমায় কাছে পাওয়া ।


তুমি যেন তীব্র বেগের ঘোড়া ;

বেলকনিতে রোজ রেখে যাও চোখ—

আমার কেমন টান লেগে যায় রথে

ধরফরিয়ে কেঁপে কেঁপে যায় বুক !


আমার কাছে পবিত্রতা তোমার দুটো ঠোঁট

কাটখোট্টা ঘরের কোণে বসে —

ভাবছি তোমার উরুর মাঝের তিল —

যাচ্ছি কেবল আদর জালে ফেঁসে! 


নাভীকূপের ভেতর থেকে উঠে 

কামপ্রেমেতে অস্বীকৃত যুবক —

ভালোবাসার মানেই বোঝে এই—

দুটো মানুষ একে-আরেকের ধ্রুবক ।


এমন যদি হতো বলো এখন —

 বেঁচে আমরা কেবল এই  দুজন

আমার ঠোঁটে তোমার দুটো ঠোঁট

আমরা একে অপরের অক্সিজেন ৷ 


লিডার ০১

 

লিডার ০১

আমি তাকিয়ে দেখেছি চিৎকার করেকা রা যেন ডাক দেয়

ওরা নিজের হাতে নিজের পিতার মগজ খুবলে খায়!

ওরা নিজের শিশ্নে নিজের বোনের সম্ভ্রম করে হানি

ঐ লুটেরার দল নিজের ঘরেই চালায় রাহাজানি!


ধর্ষক ওরা কাপুরষ হয়; বিদ্যার নেই বালাই

ওরা লড়াইয়ের মাঠে ভুঁড়িফোড় করে খুন করে নিজভাই!


কেউকেউ তো বিশাল বড় স্বাধীনতার স্তাবক —

আজো পলিটিকসের ঝান্ডাধারী সব শালা প্রতারক।


কেউ আমৃত্যু এই পৃথিবীশালায় মদের বোতল হাতে;

কেউ কাঁপে বসে ভিষণ শীতে কারো সংগ্রাম খাটে!


কারো কারো সাথী সুন্দরী আর কারো সাথী খাটে পতিতা—

কেউ প্রেমিকা রাখে বউয়ের পাশে— বেশ্যার ব্রা'তে সততা।


আমরা শালা কবিতা লিখে ছিড়ে নিয়ে যাব তাগো কান;

আজি বসন্তে দরাজ কণ্ঠে — ক্ষাণকি পারার গান।