সজল আহমেদ এর কবিতা: কই যাবা সেদিন?

কই যাবা সেদিন?

১.
হঠাৎ আমি শুনলাম, তুমি মরে গ্যাছো।
আমি হাসতে হাসতে মারা যাবার পালা
তুমিও যে মরতে পারো আমার বিশ্বাস হয় না
কারণ, তুমি শুয়ে শুয়ে আত্মায় উপলব্ধি কর।
সবাই তোমার সুনাম করছে
আমি আবার হাসি
আমি তো জানি, মানুষ মরলে "জ্ঞানী , ভালো আর মেধাবী হয়ে যায়
২.
এখন ভাবছি হাশরের কথা।
সেদিন তোমার কি হবে?
কই তুমি সেদিন পালাবে?
কই যাবে কি খাবে?
কার হোন্ডার পাছা ধরে
ঘুরে বেড়াবে?
কি হবে তোমার সেদিন কি হবে?
যেদিন কোন হোন্ডার আর থাকবে না তেল,
সেদিন হাশরে মাঠ পাবে বসার জায়গা পাবে না,
রোড পাবে কিন্তু হোন্ডার স্পেস পাবে না।
মাওলার বিচারে হয়ে যাবে তোমার ফাঁসি অথবা জেল!
SHARE

Mad Max

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image

0 comments:

Post a Comment