ভাঙা হৃদয়
- সজল আহমেদ
আমি তপ্ত তেলে সেদ্ধ হওয়া মাছ
বজ্রপাতে বজ্রাহত গাছ
তপ্ত রোদে ফুটতে থাকা বালি
ক্ষুধা পেটের মৃতপ্রায় কাঙালি।
তোমরা আমায় ভাবছো কে কী, কে তা জানে
খালি রোডে খুঁজি জীবনের মানে
হাঁটছি আমি একলা একা অফুরন্ত রোড
আহার ছাড়া নিদ্রা ছাড়া জলহীন শুকনো ঠোঁট।
শুকনো ঠোঁট ভিজাতে আমি চাইনি কারো চুম
চোখ জ্বালা হয় পুড়ে গেছে কাঁচাপাকা ঘুম
এই যে এখানে তাকাও বুকে এটা আমার হৃদয়,
বাঁচতে হলে এই হৃদয় কে ভালো রাখতে হয়।
খুব যে সফল ভালো থাকায় তাও না
আমার মধ্যে পুড়ে ধোয়া সকল বাসনা
মরে যাচ্ছি দূরে যাচ্ছি অনুভূতি নেই
আমি ছিলাম পূর্বে যিনি, বর্তমানেও সে'ই।
আতুড়ে নুন খাইয়ে আমায় মেরে ফেলতে চাও?
দূরে যাও.... যাও না দূরে আমি বোকা নও।
আমি ঝঞ্ঝা কাটিয়ে আসা একটা ভাঙা তরী,
আমায় ডোবাতে এসো না হা হা কোন আনাড়ী।
কে কতদূর ভালোবাসো আছে আমার জানা
শুনবো না ডাক আর ডেকো না সোনা
আমি মেটাল থিংগস বা শুকনো কাঠ
অনুভূতিহীন কপোট্রন বা আকাঠ।
এই এখানে প্রতিদিনই যাচ্ছি মারা
যাচ্ছি মারা নিত্যনতুন উপায় হারা
তোমরা প্লিজ একটু আমায় ভালো থাকতে দাও না;
তোমরা কেন এমন রূপের, পরের ভালো চাও না?
তোমরা কেন এমন করো; পরের ভালো সয় না?
তোমরা কেন মর্ষকামী, পর কে ভালো থাকতে দাও না?
0 comments:
Post a Comment