কবিতা: পীতাম্বর ও রাধে


পীতাম্বর ও রাধে

- সজল আহমেদ

পীতাম্বর ডাক মেরেছে খাড়ায়া নদীর কূলে
রাধা তাঁরে জবাব দিলো; “ঝাঁপাই চলো জলে”
“এই কালো জল পানায় ভরা জলজ কুম্ভীর নাই
নির্ভয়তে গামছা পইড়া চলো জলেত ঝাঁপাই। ”
দূর অম্বরে এমন দৃশ্য আঁকছেন বিধাতা
যিশুখ্রিস্ট নাইচা ডাকে “জলেতে ঝাঁপা। ”
পীতাম্বরে খুশির কোন আলাদা যুক্তি নাই
এই জলেতে পীতাম্বর ঝাঁপায়, রাধে ঝাঁপান তাই।
SHARE

Mad Max

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image

0 comments:

Post a Comment