আর মাত্র একটি বিপ্লব
একটি বিপ্লব করতে হবে
বুর্জোয়াদের বিরুদ্ধে
আর মাত্র একটি বিপ্লব
আমার মা
ভাত খায়নি
আজ তিনবেলা
আমার মা
ভাত পায়নি।
ওর কাপড়ে লেগেছিলো ঘাম
খোটে কোন পয়সা বাঁধা ছিলো না
কোন মুদি ওকে বাকি দেয়নি
কেউ ওর পরিশ্রমের চুকায়নি দাম।
একসেড় চাল
আধপোয়া ডাল
একসেড় নুন
একপোয়া আলু
কেউ কিনে দেয়নি।
খবর নেয়নি কেউ
খেয়েছিলো কিনা,
আমার মা।
আর মাত্র একটি বিপ্লব করতে হবে।
আমার মায়ের মুখে ভাত তুলে দিতে,
আর মাত্র একটি বিপ্লব।
সাড়ে সোয়া ষোল কোটি মানুষের সম্পদ
গিলে খাচ্ছে উচ্চবিত্ত
হিস্যা হবে এ সম্পদের আজ
হয়তো ভাত দে
নয়তো মাথা দে
চিবাবো।
0 comments:
Post a Comment