অ্যাভরি ম্যান অ্যাক্ট লাইক অ্যা ক্লাউন


জলিলস ব্রাদার খলিল এবং ইচ্ছা পূরণ দৈত্য!
আলাউদ্দিন সাবের ৩ ইচ্ছার দৈত্য আইসা, হাকিয়া কৈল, হ্যালো জলিলস ব্রাদার,
ইউ হ্যাভ অ্যা গুডনিউজ! ইউ ক্যান পিটিশন নাউ থ্রী ডিজঅয়্যার !
খলিল চারপাশে তাকায়ে কইলো,
হে দৈত্য ভাই আমার অার্থিক অবস্থা তো ভালো।
অর্থ বিনা অন্যকিছু ও চাইতে পারো দৈত্য সাবে কইলো।
 মাথা চুলকায়ে দাঁড়ি চুলকায়ে খলিল মিয়া ভাবে
পেট মোটা দৈত্যর কাছে কি চাওন যাবে!
আইডিয়া! খলিল সাব উঠলো লাফাইয়া!
দজ্জাল একটা বৌ ছিলো তাঁর মইরা গেছে অনেক আগে,
দৈত্যর কাছে বৌরে চাবে খলিল মিয়া হাসে।

খলিল দাঁত ক্যালায়ে;
ওহে দৈত্য ভাই!
প্রথম চাওয়া, আমি আমার বৌরে ফিরা চাই!
দৈত্য যখন ম্যাজিক করলো
বৌটা তখন হাজির হইলো!
দৈত্য কইলো, মোর দ্যান?
কি চাওয়া যায়! কি চাওয়া যায়!

খলিল খালি ভাবে,
বছর বিশেক আগের একটা প্রেমিকা আছে,
তাঁরে চাইলে কেমন হবে?
যেই ভাবা সেই কাম!
খলিল মিয়া চুলকায়ে কান;
আহা দৈত্য ভাই!
দ্বিতীয় চাওয়ায় আমি আমার প্রেমিকা ফিরা চাই!
দৈত্য যখন ম্যাজিক করলো
প্রেমিকাও তখন হাজির হইলো!

হাজির হইলো শেষ ইচ্ছা!
শেষ ইচ্ছা ভালো কি চাও দৈত্য কইলো হাইসা,
খলিল তখন মাথা চুলকায়ে কইলো একটু কাইশা;
দৈত্য ভাই এখনই আমারে ফিউচারে নিয়া যাও-
দৈত্য সাব ব্যাপক হাইসা কইলো, বোকা খলিল! এইবার তাইলে তুমি আগাম দুই মালের ঝাটার বারি খাও!

ভবিষ্যতে নামায়ে দিয়া দৈত্য ভায়া উধাও,
খলিল মিয়া দৈত্যরে ডাকে, দৈত্য গেলো কোথায়?
থ্রী ডিজঅয়্যার পূরণ হইছে দৈত্য কি আর থাকে?
খলিল মিয়া শোকে দুঃখে বা**দ হইয়া বিচ্ছেদ সুর হাকে!
আর আইলো না দৈত্য, সে যে এত ডাকা ডাকলো,
ভবিষ্যতে বৌ-প্রেমিকার ঝাটার বারিতে
খলিল অক্কা পাইলো!



ক্লাউন
ইয়াহ্! আই অ্যাম বিইং হিউম্যান
আই হ্যাভ অ্যা তাজা একটা প্রাণ।
আমারো রক্ত আছে লাল রঙের
আর মাংস থকথকে।
আমার ও মৃত্যু হবে,
ডিএন এর ভাজে প্রজন্ম জীবিত রবে
আমার রোল প্লে করে
মৃত্যুরে নিয়া ঠাট্টা করবে!
তোমরা হাসবে, অথচ আমার মতোই তাঁর ও একদা মৃত্যু হবে!



প্রতিবেশী মুর্দারে দাবাত
 কব্বরের এক প্রান্তরের বাঁশ ধইরা
 ঝুইলা থাইকা বলি আসো!
আসতেই থাকো....
বিপন্ন মাটি চিড়ে আইসা পরো
ইশারায় ডাক দিয়া আনো আত্মা
দুনিয়াভি কাম কাজে লাত্থি দিয়া
আসো,
আইসা আসন পাইতা বইসা পরো
জীবনের গপ্প এখানে জমবে ভালো।
চারদিকে নাই আলো
বাতাসহীন কব্বরে।
কেউ শুনবে না কথা
অতএব 'দেয়ালেরো কান আছে'
বেহুদা ভাইবা
কইরোনা মাথা ব্যথা!
এইখানে মজা আছে,
মাটিতে মাটিতে
 কীটের সাথে
আলাপ করতে
ডিএনএ সম্বল কইরা
আসো কথা কইতে থাকি।
কিভাবে ছড়াইলাম পৃথিবীতে প্রজন্ম
দূর্বল গ্রন্থিতে কিভাবে দূর্বল পয়দা হইলো
ইত্যাদি ইত্যাদি নানারকমের গপ্পসপ্প করমু আজ।
অন্ধকারে, মশামাছি কামড়ায় না,
অন্ধকারে ওরা চোখে দেখে না,
অতএব কব্বরে মশা মারার কয়েল আনার দরকার পরবে না!


ভাত
ভাত আমার প্রিয় না
আমি ভাত গোয়াও মারি না
তবে ঠ্যাকা পইরা খাই
ক্ষিধায় আমারে দুচে
আমিও ভাতরে দুচি
এছাড়া ভাত দোচার বেইল কই?
গরীবে ভাত খায় না
 ভাত তাঁরা চুমা দিয়া বুকে লাগায়
বড়লোকে ভাত পায়না
হুমন্দির পোলারা পায়ে দলে।



অ্যাক্ট লাইক এ ম্যাজিশিয়ান
কি দ্যাখো তাকিয়ে ঝুড়িতে?
এক ঝুড়ি মাছ সাতার কাটে নদীতে?
হামানদিস্তার ওপর সূর্য ডোবে
রাতের তারা হুমরি খায়
পরিশ্রান্ত মরূর বালিতে বালিতে।
একচোখ বন্ধ করে তাকাও।
কি দ্যাখো?
পাহাড়ের উপর আকাশ ভেঙে পরলো
মেয়েদের দল সব দাঁড়িয়ে প্রশাব করছে
দেবতারা সব দেবীর কাপড়ে নাচছে
এক বালতি ফুটন্ত পানিতে রুই মাছ সাতরাচ্ছে।
নাকি?
ঝুড়িতে ঢোকো এবার......
তোমার মস্তিষ্কে আমি বসবাস করি,
সিধা হয়ে দৌঁড়াও বিশাল পাহাড়ে-
লাফ দেও, ভয় কিসে? আমি আছি নিচে।
এটা আমার ঝুড়িই তো,
এর থেকে ছিটকে তো আর পরবে না।

প্রেমিকা
কি আজব এক বাল
সারাদিনে এক প্যাচাল
একই ক্যাচাল
তুমি পুইটা যাইতে পারো
কি যে কইতে চাও
ফিরায়ে পুটু মেরে
আমার হোগার বারোটা বাজায়ে
চুইনগাম বা সুপারগ্লু সমেত আরেকটু গুহা মেরে যাও।
আরো কত হোগা মারা যে বাকি
অল নো বিধাতা
ছেড়া খাতা
দুই ফারিশতা
তোমার বাচালতার হিসাব!
কত পূণ্যি কত পাপ
ধাপে ধাপ, ধাপে ধাপ
প্রতিটা অক্ষর, শব্দ
গালাগালি নোট করে
কবি কবি ভাব লয়
খাতা কলম অলা
 কিরামান কাতিবিন ফারিশতা!

মাছ
একটা মাছ
দৃশ্যত উড়তে উড়তে
হয়ে গ্যালো নীল নদ এর
উপরে উড্ডায়মান শঙ্খচিল।
শঙ্খচিল দেখতে দেখত
পৃথিবীর বাইরে চলে গ্যালো
হয়ে গ্যালো এলিয়েন!

ব্লুটুথ কন্ডম
আমি প্রেমিকারে একদিন শোয়াইলাম
ও ভয়ে কাঁদতেছিলো!
বলতেছিলো, আমারে বিয়া করবা কিনা?
আমি ওরে সান্ত্বনা দিয়া কইলাম দ্যাখো আমরা একটা এখনই বিয়া কইরা চইলা যাব কোকাব শহরে।
আমার পকেটে ছিলো একটা ব্লুটুথ কন্ডম।
আমি ঐটা বের করে মুখে লই, প্রেমিকা ভয় পায়! ভাবে এই বুঝি নয়া সিস্টেমের কিছু হবে।
আমি ঐটার প্যাকেট ছিড়ি, প্রেমিকার মুখে হাসি নাই। ছিইড়া
বাতাস প্রবেশ করাই, ফোলাইতে থাকি। ইয়া বড় হওনের পর ঐটা হাতের লগে থাবড়া মাইরা পটাশ কইরা ফাটাই ফালাই। ডার্টি মাইন্ডের মেয়টা ভাবতেছিলো যেন কি আল্লা মালুম!


- এভরি ম্যান অ্যাক্ট লাইক অ্যা ক্লাউন, সজল আহমেদ | ৮ই ফেব্রুয়ারী ২০১৮ ইংরেজী | রাত ১০:৫৯।
SHARE

Mad Max

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image

0 comments:

Post a Comment